বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ে শুধু পর্দার অভিনয়েই নয়, ভয়েস আর্টিস্ট হিসেবেও দর্শকদের চমকে দিয়েছেন। দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের বহুল আলোচিত সিনেমা 'পুষ্পা: দ্য রাইজ' ও 'পুষ্পা ২: দ্য রুল'-এর হিন্দি সংস্করণে তিনি নায়কের জন্য কণ্ঠ দিয়েছেন।

কণ্ঠ দেওয়ার অভিনব কৌশল

এক ভারতীয় পডকাস্ট অনুষ্ঠানে শ্রেয়াস জানান, 'পুষ্পা' চরিত্রের রুক্ষ ও শক্তিশালী কণ্ঠস্বর ফুটিয়ে তুলতে তিনি এক অভিনব কৌশল অবলম্বন করেছিলেন। প্রথমে মুখ ও ঠোঁট বাঁকিয়ে চেষ্টা করেও সফল হননি, এমনকি পান চিবিয়েও কণ্ঠ দিতে গিয়ে তার গলা বসে যাচ্ছিল। অবশেষে প্রোডাকশন থেকে তুলা নিয়ে মুখে রেখে ডাবিং করার পর তিনি সফল হন। এই পদ্ধতিতে তিনি 'পুষ্পা'র বিখ্যাত সংলাপগুলো হিন্দি দর্শকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হন, যা তার অভিনয় জীবনের একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা।

দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া

শ্রেয়াস জানান, আল্লু অর্জুনের সঙ্গে দেখা না করেই তিনি এই ভয়েস ওভার সম্পন্ন করেছেন। 'পুষ্পা-২'-এর পর তার কণ্ঠস্বর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক।