একসময়কার ব্লকবাস্টার পরিচালক রাজীব বিশ্বাস দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় এসেছেন। তবে এবার বড়পর্দায় নয়, বরং ছোটপর্দায়। সম্প্রতি তিনি একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা জানিয়েছেন, যেখানে তিনি সিনেমার আদলে ভিন্ন ধারার গল্প বলতে চান।
বড়পর্দা থেকে দূরে কেন?
দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে দূরে থাকার কারণ হিসেবে রাজীব জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে তার বড় বাজেটের দুটি সিনেমা - 'অপারেশন জ্যাকপট' এবং 'চিতা'-এর কাজ মাঝপথে বন্ধ হয়ে আছে। এই দুটি ছবির কাজ শেষ করার পরই তিনি নতুন সিনেমা নিয়ে ভাববেন। তবে তিনি বলেন যে, তিনি ছোটপর্দা থেকে কখনোই দূরে ছিলেন না এবং এই মাধ্যমে কাজ করতে তার ভালো লাগে।
নতুন ধারাবাহিক ও নতুন ধারা
রাজীব বিশ্বাস তার নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া' দিয়ে ছোটপর্দায় ফিরছেন। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী রণিতা দাসও দীর্ঘদিন পর ছোটপর্দায় আসছেন। রাজীব বলেন, "আমার মন বলছে, এ রকম অনুভূতির গল্প থেকে দর্শক মুখ ফেরাতে পারবে না।" তিনি প্রচলিত ধারাবাহিকগুলোর ধারা বদলে দিয়েছেন। সাধারণত যেখানে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে গল্প শুরু হয়, সেখানে তিনি শুরু করেছেন একজন নারীর মা হওয়া নিয়ে। তিনি মনে করেন, এই ধরনের গল্প বলার কৌশল সাধারণত বড়পর্দায় দেখা যায়।
ধারাবাহিকটির শুটিং গত সোমবার থেকে বোড়াল হাইস্কুলের কাছে একটি মন্দিরে শুরু হয়েছে। এতে রণিতা ও সোমাশ্রী - দুই নায়িকা থাকলেও রণিতাই প্রধান চরিত্র বলে জানান রাজীব। তিনি বলেন, “এক নারীর লড়াইয়ের গল্প এর আগেও রণিতা সুন্দরভাবে ফুটিয়েছে।”
শ্রাবন্তীকে নিয়ে রাজীবের ভাবনা
বর্তমানে অনেক বড়পর্দার অভিনেতা-অভিনেত্রীরা ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করছেন। শ্রাবন্তীকে নিয়ে এমন কোনো ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজীব বলেন, "শ্রাবন্তী বড়পর্দায় চুটিয়ে অভিনয় করছে। কেন এখনই ও ছোটপর্দায় আসবে।" তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি শ্রাবন্তীকে তার ধারাবাহিকের জৌলুস বাড়াতে অতিথি চরিত্রেও আনবেন না। রাজীব বলেন, শ্রাবন্তীকে পরিচালনা করতে হলে তিনি বড়পর্দার জন্যই সিনেমা বানাবেন।