ওটিটি বা বড় পর্দা  অভিনেত্রী সোহিনী সরকারঅনির্বাণ ভট্টাচার্য্যের জুটি বহুবার দর্শককে মুগ্ধ করেছে। অভিনয়ের মাঝে ২০১৯ সালে তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হলেও, কেউই সে সময় মুখ খোলেননি। অনির্বাণ বরাবরই সোহিনীকে ‘খুব ভালো বন্ধু’ বলে দাবি করতেন, আর সোহিনীও নীরব ছিলেন।

তবে, সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ের পর পূর্বের সম্পর্কের কথা আর লুকিয়ে রাখলেন না সোহিনী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবার সোহিনী নিজেই নীরবতা ভাঙেন। তিনি স্পষ্ট বলে দিলেন, “শুধু ভালো ঘনিষ্ঠ বন্ধু নয়, একটা সময় আমাদের প্রেমের সম্পর্কও ছিল।” তাঁর এই স্বীকারোক্তি মুহূর্তে বদলে দিল বহু পুরনো জল্পনার মানচিত্র।

বর্তমানে অনির্বাণ টালিউড ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে হাতে নতুন কাজ না থাকার বিতর্কের কেন্দ্রে রয়েছেন। এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েন সোহিনী। অভিনেত্রীর কথায়, “এটা হওয়া উচিত না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা অন্যায়।” তিনি বলেন, টেকনিশিয়ানরা তাঁর খুব কাছের এবং সবাই চান ইন্ডাস্ট্রি উন্নতি করুক।

প্রসঙ্গত, মুখাভিনেত্রী মধুরিমা গোস্বামীকে ২০২০ সালের নভেম্বরে বিয়ে করেন অনির্বাণ। অন্যদিকে, অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে ২০২৩ সালে। এরপর তার জীবনে আসেন শোভন গঙ্গোপাধ্যায়, যাঁকে তিনি ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে করেন।