চলচ্চিত্রে তার উপস্থিতি যেমন চমকে দেয়, ঠিক তেমনই জীবনের লড়াইতেও তিনি অবিচল। কথা হচ্ছে ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিলকে নিয়ে। এখন তিনি সাফল্যের ঠিক ওপর দাঁড়িয়ে নিজের দীর্ঘ পথটাকে নতুন করে দেখছেন। প্রথমবার প্রযোজক হিসেবে তার ছবি ‘ইক কুড়ি’ মুক্তি পেয়েছে আর সেটিই দারুণ সাড়া তুলেছে বি-টাউনে। ঠিক এই সময়েই তিনি খুলে বললেন, দশ বছর আগের শেহনাজকে তিনি কী বলতে চাইতেন, আর ভবিষ্যতের শেহনাজের কাছে তার প্রত্যাশাই বা কী।
ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম দিকের অনিশ্চয়তা, ওঠাপড়া আর নিঃসঙ্গ সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি তিনি। শেহনাজ বলেন, শুরুতে নিজেকেই সাহস দিতেন শাবাশ, শেহনাজ গিল। আমি তোমার জন্য গর্বিত। তুমি ভালো করছ, এগিয়ে যাও।
তবে শুধু উৎসাহ নয়, নিজের ভবিষ্যৎ সংস্করণকেও মনে করিয়ে দিতে চান বাস্তবতার কথা ভাববে না যে তুমি অনেক বড় কিছু হয়ে গেছ। এখনও কঠোর পরিশ্রম করতে হবে। থেমে গেলে চলবে না।
বি-টাউনের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রি যতটা ঝলমলে, ততটাই কঠিন। তাই নিজের ভবিষ্যৎ সত্ত্বাকে সতর্ক করে বলেন, কাউকে দেখে সহজে প্রভাবিত হয়ো না। মানুষ খারাপও হতে পারে। তারা তোমাকে থামাতে চাইবে। মাথা ঠান্ডা রেখে এগোতে হবে।
এরপর তিনি কথা বলেন প্রথম প্রযোজিত ছবি ‘ইক কুড়ি’ নিয়ে। ভাঙা পরিবারের এক তরুণীর রহস্যভেদ অভিযানের গল্পে তৈরি এই সিনেমাই তাকে এনে দিয়েছে নতুন স্বীকৃতি এবং প্রশংসা।
উল্লেখযোগ্য হলো, ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর থেকেই শেহনাজের জনপ্রিয়তা উড়তে শুরু করে। এর আগেই, ২০১৫ সালে ‘শিভ দি কিতাব’ মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর ২০১৭ সালে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। পরে একের পর এক হিট ছবিতে দেখা যায় তাকে ‘কালা শাহ কালা’, ‘ডাকা’, ‘হনসলা রাখ’, আর বলিউডে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।