গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ ছবির মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। তারও আগে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’, যা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয়। একদিকে একের পর এক সফল সিনেমা, অন্যদিকে রাজের নীরবতা সামাজিক মাধ্যমে খুব একটা সরব নন তিনি, প্রচারণার আলো থেকে দূরে থাকা যেন তার অভ্যাস। বিনোদন অঙ্গনে কাজের বয়স তার এক যুগেরও বেশি, আর বড় পর্দায় প্রায় দশ বছর পূর্ণ হতে চললেও, রাজ নিজেকে শুরু থেকেই এক ভিন্ন সূত্রে মেপেছেন গ্ল্যামার নয়, কাজেই যার পূর্ণতা।
‘ইনসাফ’-এর পর রাজের হাতে কী?
রাজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইনসাফ’ মুক্তির আট মাস পার হয়েছে। এই সময়ে অনেক নায়কের নতুন সিনেমার ঘোষণা এলেও রাজের ক্ষেত্রে নেই কোনো নতুন খবর। ভক্তদের কৌতূহল রাজের হাতে কি নতুন কোনো সিনেমা নেই?’ এই প্রশ্নের জবাবে রাজের সহজসরল উত্তর, “ঈদেই তো আমার ‘ইনসাফ’ মুক্তি পেল। নতুন সিনেমা আসতে তো কিছুটা সময় লাগবেই। আমি আমার কাজটা নিয়মিত করে যাচ্ছি। সময় হলে সব খবরই সবাই জানতে পারবেন।” তার কণ্ঠে নেই কোনো তাড়াহুড়ো বা প্রচারণার আগ্রহ। রাজ যেন নিজের গতিতে চলা এক শিল্পী, যার কাছে কাজ মানেই ধৈর্য, প্রস্তুতি আর সঠিক সময়ে উপস্থিতি।
অ্যাকশন ঘরানায় আগ্রহ
শরীফুল রাজ অভিনীত ‘আইসক্রিম’, ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ সবই মূলত সামাজিক ও মানবিক গল্পনির্ভর সিনেমা। তবে সাম্প্রতিক সময়ে তার ঝোঁক বেড়েছে মূলধারার অ্যাকশন সিনেমার দিকে। নায়কের ভাষায়, “এখন পর্যন্ত আমার করা ছবিগুলোর মধ্যে মূলধারার বাণিজ্যিক সিনেমা বলতে ‘ইনসাফ’ একটাই। তাই এমন অ্যাকশন ঘরানার গল্পে এখন একটু বেশি আগ্রহ পাচ্ছি। তবে এর মানে এই নয় যে, অন্য ধারার গল্পে আগ্রহ কমে গেছে। আমি যেহেতু অভিনেতা, তাই প্রতিটি গল্পই আমাকে টানে। দর্শকদের জন্য ভিন্নধর্মী সিনেমা করতে চাই, সেটা হতে পারে অ্যাকশন ড্রামা কিংবা অন্য কোনো এক্সপেরিমেন্টাল গল্প।” রাজ তার অভিনয়ের সীমা ভাঙতে চান। তার মতে, “প্রত্যেক চরিত্রই একটা নতুন চ্যালেঞ্জ। আমি চাই দর্শক যেন ভাবেন—‘রাজ মানেই নতুন কিছু’।”
অফিসিয়াল ঘোষণার অপেক্ষা
পরিচালক তানিম নূরের নতুন চলচ্চিত্র, যা হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি হচ্ছে, তাতে রাজের অভিনয়ের গুঞ্জন রয়েছে। এতে চঞ্চল চৌধুরী ও সাবিলা নূরেরও থাকার কথা শোনা যাচ্ছে। বিষয়টি জানতে চাইলে রাজ বলেন, “এটা তো দারুণ খবর! এমন ছবিতে যুক্ত হলে আমারও ভালো লাগবে। তবে আমি আছি কিনা, সেটা বলার এখতিয়ার আমার নেই। এ বিষয়ে পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানই বলতে পারবেন। আমার মনে হয়, এই বিষয়ে তাদের কাছেই জানতে হবে।”