ভারতীয় অভিনেত্রী শামীম আকবর আলি এবার রাস্তায় এক অটোচালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন। মুম্বাইয়ের মীরা রোডে নিজের পাঁচ বছরের শিশু কন্যার সামনেই ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শামীম তার শিশুকন্যাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোতে ওঠেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, স্কুলের সামনে অটো থামতেই কোনো কারণ ছাড়াই অটোচালক তার ওপর চিৎকার শুরু করে দেন। অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানান, "হঠাৎ ওই অটোচালক বিরক্ত হয়ে আমার ওপর চিৎকার শুরু করে দেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে তিনি চ্যাঁচামেচি করতে থাকেন এবং দ্রুত ভাড়া দিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিও করেন।"
মেয়ের সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিনেত্রী দ্রুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে ফের সেই অটোতেই ওঠেন। এরপর নিজের আবাসন পর্যন্ত পৌঁছোনোর পরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। অভিনেত্রীর অভিযোগ, আবাসন চত্বরে পৌঁছাতেই অটোচালক পিছন ফিরে হঠাৎ তার ওপর চড়াও হন এবং তার হাত মুচড়ে দেন। এই অপ্রত্যাশিত ও নির্মম দৃশ্য দেখে তার পাঁচ বছরের কন্যা ঘাবড়ে যায়। ঘটনার পরই অভিনেত্রী দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং অটোর রেজিস্ট্রেশন নম্বর জমা দেন।