নিজের চরিত্রের প্রয়োজনে নিজেকে বারবার নতুন লুকে হাজির করতে পছন্দ করেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তাঁর নতুন সিনেমা ‘সোলজার’-এর লুক নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তবে শাকিবের এই নতুন লুকে তাঁর গোঁফটি আসল নাকি নকল এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। সেই রহস্য এবার নিজেই ফাঁস করেছেন অভিনেতা।
‘সোলজার’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান জানান যে, তাঁর এই গোঁফটি কিন্তু সম্পূর্ণ আসল এবং ভক্তরা তাঁর এই নতুন লুকটিকে দারুণ পছন্দ করেছেন। মজা করে অভিনেতা আরও বলেন, শুটিং শেষে যখন মেকআপ আর্টিস্টরা তাঁর মেকআপ তুলতে আসেন, তখন তিনি প্রায়ই তাঁদের বলেন, "আমার গোঁফটা খুলে দেও।" অনেকেই তখন গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে অবাক হয়ে বলেন, "আরে এটা তো আসল!" শাকিব জানান, এই ধরনের মুহূর্ত তিনি ভীষণ উপভোগ করেন।
সাকিব ফাহাদ পরিচালিত অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটিতে শাকিব খান একজন দেশপ্রেমিক হিসেবে দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন। এই প্রথমবার বড় পর্দায় তাঁর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। শাকিব-তিশা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এ বি এম সুমনসহ অনেকে। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।