আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’। ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের বিপরীতে দেখা যাবে এক নয়, তিনজন নায়িকাকে। প্রথমদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও হানিয়া আমিরের নাম ঘুরলেও শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইধিকা ‘প্রিন্স’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। চুক্তির অঙ্ক নিয়ে দুটি ভিন্ন তথ্য মিলেছে: কেউ বলছেন ২৮ লাখ রুপিতে কাজ করছেন ইধিকা, যার মধ্যে ১৫ লাখ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে; অন্য সূত্রের দাবি, তিনি পারিশ্রমিক নিচ্ছেন ১০ লাখ রুপি।

‘প্রিয়তমা’ ছবির বিশাল সাফল্যের পর ইধিকা পালের জনপ্রিয়তা দুই বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সিনেমা শুধু ব্যবসায়িকভাবে সফল হয়নি, বরং ইধিকাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়  টলিউডের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় জায়গা পান তিনি। পরবর্তীতে টলিউড সুপারস্টার দেব-এর সঙ্গে কাজ করেন, যা দর্শক ও বক্স অফিস দুই দিক থেকেই সফলতা পায়। এরপর ‘বরবাদ’ ছবিতে আবার শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ইধিকা।

‘প্রিন্স’ সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে তৈরি হচ্ছে। এখানে থাকবে ক্রাইম, প্রেম, অ্যাকশন আর আবেগের রোমাঞ্চকর মিশেল। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত, গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে আছেন তিনিই ও মোহাম্মদ নাজিম উদ্দিন