ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে যুক্ত হলেন বলিউডের প্রখ্যাত চিত্রগ্রাহক (ডিওপি) অমিত রায়। শনিবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পোস্টে এই খবরটি নিশ্চিত করে।

অমিত রায় বলিউডে তার কাজের জন্য বেশ পরিচিত। তিনি পরিচালক রামগোপাল ভার্মার টিমে চিত্রগ্রাহক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার কাজের তালিকায় রয়েছে ‘নিঃশব্দ’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, এবং সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘ডানকি’রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর মতো জনপ্রিয় সিনেমা।

অমিত রায়ের এই প্রকল্পে যুক্ত হওয়া প্রসঙ্গে সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “আমরা শুরু থেকেই বলেছিলাম ‘প্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকে শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।”

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন। এদের মধ্যে দুজন পরিচিত মুখ এবং একজন নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করবেন। তবে এখন পর্যন্ত তাদের নাম ঘোষণা করা হয়নি। সিনেমাটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।