ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানা ধরে রাখছেন। গত আসরে প্রথমবারের মতো দলের মালিকানায় এসে মেগাস্টার ব্যাপক আলোচনা তৈরি করেছিলেন। যদিও প্রথমবার অংশ নিয়ে তাঁর দল শিরোপা জিততে পারেনি, তবে শাকিবের উপস্থিতি ক্রিকেট এবং সিনেমা জগতের অনুরাগীদের মধ্যে এক দারুণ মেলবন্ধন ঘটিয়েছিল। সে সময়ই শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভবিষ্যতে তাঁর দলকে আরও শক্তিশালী ও জয়ের জন্য প্রস্তুত হিসেবে দেখা যাবে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হতে চলেছে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন দলের মালিকানা ঘোষণা করে, তখন শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকবেন কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, এবারও তাঁর কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস-এর অধীনে ‘হট ফেভারিট’ তালিকায় থাকা ঢাকা ক্যাপিটালসের মালিকানা থাকছে শাকিব খানের হাতে। একাধিক দায়িত্বশীল সূত্র ও বিসিবি সূত্র বুধবার বিকেলে এই খবরটি নিশ্চিত করেছে।

বিপিএল-এর আসন্ন আসরে দলের সংখ্যা কমে যাওয়ায় এবার সাতটির পরিবর্তে পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), এবং সিলেট (ক্রিকেট উইথ সামি) মালিকানা পেয়েছে। এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর এবং ফাইনাল ম্যাচ হবে ১৬ জানুয়ারি।