ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান সম্প্রতি রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভিনেতার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও, সেই আয়োজনের চেয়ে তাঁর পারিশ্রমিক নিয়েই বেশি আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে গুঞ্জন ছড়ায় যে, শাকিব খান এই উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র ২০ মিনিটের উপস্থিতির জন্য ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। অর্থাৎ, প্রতি মিনিটে তাঁর পারিশ্রমিকের হার ছিল প্রায় পৌনে দুই লাখ টাকা!
জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া এই বিষয়টি নিয়ে তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে।” কিবরিয়া তাঁর পোস্টে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিটির দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও শাকিব খান আজ দুপুরে বনানীর সেই আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন, তবে পারিশ্রমিকের অঙ্কটি শাকিব সংশ্লিষ্ট কেউ বা তাঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
তবে এই বিশাল অঙ্কের পারিশ্রমিকের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছেই। বর্তমানে শাকিব খান পরিচালক সাকিব ফাহাদ-এর নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।