বলিউড বাদশাহ শাহরুখ খান তার দীর্ঘ অভিনয় জীবনের সাফল্যের সব কৃতিত্ব সব সময় স্ত্রী গৌরী খানকেই দিয়েছেন। তার ক্যারিয়ারে গৌরী কতটা গুরুত্বপূর্ণ, তা শাহরুখের বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে। আজ ৮ অক্টোবর, গৌরী খানের জন্মদিনে, জেনে নেওয়া যাক শাহরুখ কেন তাকে বিয়ে করার ক্ষেত্রে এত দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং কেন তিনি গৌরীর সামনে অভিনয় করতে নার্ভাস হন।

বিয়ের সময় প্রযোজকদের বাধা

শাহরুখ খান তখন উঠতি অভিনেতা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর তিনি গৌরীকে বিয়ে করেন। বিয়ের আগে বলিউডের শুভানুধ্যায়ী ও প্রযোজকেরা তাকে বারবার সতর্ক করেছিলেন। সিনেমা জগতের প্রচলিত ধারণা ছিল যে, কোনো নায়ক বিয়ে করলে রুপালি পর্দায় তার চাহিদা কমে যায় এবং ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে।

বেশ কয়েক বছর আগে প্রীতি জিনতাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ সেই সময়ের কথা স্মরণ করে বলেন যে, প্রযোজকেরা তাকে সতর্ক করেছিলেন। কিন্তু কারো কথাই কানে তোলেননি অভিনেতা। গৌরীকে নিয়ে নিজের ভালোবাসার কথা বারবার বলেছেন তিনি। শাহরুখ তখন শুভাকাঙ্ক্ষীদের বলেছিলেন:

“প্রযোজকেরা বলেছিলেন সিঙ্গেল নায়কদের অনুরাগী সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম, অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।”

তিনি রসিকতা করে আরও বলেছিলেন, "আসলে আমাকে দেখে গৌরীর দয়া হয়। ভাবে, মা-বাবাহারা একটা ছেলে। তাই ও বিয়েটা করেছে।"

গৌরীর সামনে অভিনয় করা কঠিন কেন?

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, গৌরীর সামনে অভিনয় করা তার জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। সেই সময়ে তিনি ‘ডর’, ‘করণ অর্জুন’ ও ‘বাজিগর’-এর মতো ছবির জনপ্রিয় নায়ক হলেও, তার আত্মবিশ্বাস কমে যেত গৌরীর উপস্থিতিতে।

শাহরুখ এর কারণ ব্যাখ্যা করে বলেন: “গৌরীর সামনে আমি অভিনয় করতে পারি না। কারণ, আমি এমন একজনের সামনে অভিনয় করছি, যে আমাকে খুব ভালোভাবে চেনে।”

বর্তমানে শাহরুখ-গৌরী বলিউডের প্রথম সারির দম্পতি এবং তাদের তিন ছেলে-মেয়ে রয়েছে। তাদের মেয়ে সুহানা খানকেও সামনে ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে।