গত বছরের এপ্রিলে চিত্রনায়িকা শাবনূর মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এলেও তার পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় যুক্তরাষ্ট্রে। মূলত তার একমাত্র সন্তান আইজান নেহানের ইচ্ছাকে প্রাধান্য দিতেই তিনি অস্ট্রেলিয়া থেকে সরাসরি আমেরিকায় পাড়ি জমান। অসুস্থ মাকে সঙ্গে নিয়ে ভ্রমণের পরিকল্পনায় এই পরিবর্তন এলেও ছেলের খুশির জন্য শাবনূর বর্তমানে সেখানেই অবস্থান করছেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরকে সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আড্ডায় দেখা গেছে। সেখানে তিনি দীর্ঘদিনের সহকর্মী অমিত হাসানের সঙ্গে 'একদিকে পৃথিবী' গানের তালে নাচ এবং গানে মেতে ওঠেন, যার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কাজী মারুফের সেই লাইভ ভিডিওতে শাবনূরের প্রাণবন্ত উপস্থিতি এবং অমিত হাসানের সঙ্গে তার দ্বৈত সংগীত ভক্তদের পুরোনো দিনের চলচ্চিত্রের সোনালি সময়ের কথা মনে করিয়ে দিয়েছে।

আমেরিকার এই সফরে শাবনূরের সঙ্গে মৌসুমী, মাহিয়া মাহি, মামুন ইমন এবং রেসির মতো চলচ্চিত্রের পরিচিত মুখদেরও দেখা হয়েছে। তারা সবাই মিলে একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং স্মৃতিচারণার মাধ্যমে পুরোনো দিনের গল্পে মেতে উঠছেন। বিদেশের মাটিতে দেশীয় তারকাদের এই পুনর্মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনা তৈরি করেছে এবং ভক্তরা প্রিয় নায়িকার এমন হাসিখুশি মুহূর্তগুলো দেখে বেশ আনন্দিত।