প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নতুন সিনেমা ‘রঙ্গনা’- র কিছু ফুটেজ ইউটিউব ও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তার প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকলেও এই অপ্রীতিকর ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত এমনটাই জানান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে।

শাবনূর লেখেন, চলচ্চিত্র জগতে পেশাদারিত্বের অভাব দিন দিন প্রকট হচ্ছে। মানসম্মত সিনেমা নির্মাণ যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি শিল্পীরাও হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান। তিনি স্পষ্টভাবে বলেন, “আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমাহলে নয়, ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে তাহলে কখনই এতে যুক্ত হতাম না।”

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘রঙ্গনা’–র মহরত হয়, আর সেই উৎসাহে কিছু অংশের শুটিংও শেষ করেছিলেন তিনি। বাকি অংশের কাজ ডিসেম্বর মাসে দেশে ফিরে সম্পন্ন করার পরিকল্পনাও ছিল। কিন্তু তার আগেই অসম্পূর্ণ ফুটেজ অনুমতি ছাড়াই প্রকাশ হওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টে প্রশ্ন তোলেন, “আমি কখনো বলিনি যে ‘রঙ্গনা’ ছবিতে আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে পুরনো দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শাবনূর আরও জানান, শুরু থেকেই প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণ তাকে হতাশ করেছে। কাজ শুরুর আগেই নিম্নমানের পোস্টার প্রকাশ, শুটিং ইউনিটে অব্যবস্থাপনা, বিদেশে শুটিং ও সম্পাদনার আশ্বাস দিয়ে তা না রাখা এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নিজের দীর্ঘদিনের ক্যারিয়ারে গড়ে ওঠা সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার বিষয়টিও তুলে ধরে শাবনূর বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, এটা পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যই হতাশাজনক ও দুঃখজনক ঘটনা।”