সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে যাত্রা শুরু করা শবনম বুবলী ‘বসগিরি’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এরপর প্রায় দুই ডজন চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে ঢালিউডের পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমার পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধনসহ নানা কাজে ব্যস্ত সময় কাটছে তার। এরই মধ্যে আবারও শাকিব খান ও বুবলীকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। সমাজমাধ্যমে আলোচনা, বুবলী নাকি আবার অন্তঃসত্ত্বা।
সম্প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, শাকিব খানকে কেন্দ্র করে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর টানাপোড়েন নতুন কিছু নয়। শাকিবের দাবি অনুযায়ী, দুজনই তার প্রাক্তন স্ত্রী হলেও তিনি দুই পুত্রের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিছুদিন আগে শাকিব খান দ্বিতীয় স্ত্রী বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটিয়ে দেশে ফেরেন। এরপরই বুবলী প্রকাশ্যে আসতেই শুরু হয় নতুন সমালোচনা ও জল্পনা।
সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে অংশ নেন বুবলী, যেখানে তিনি নৃত্য পরিবেশন করেন। ঘাগরা পরিহিত সেই অনুষ্ঠানের ছবি দর্শকদের সঙ্গে তোলা হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ দাবি করেন, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা।
এর আগেও এমন গুঞ্জন উঠেছিল। ২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। তবে ছেলের জন্মের খবর তিনি প্রকাশ্যে আনেন প্রায় দুই বছর পর। সে সময় এই বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
শাকিব খানের সঙ্গে বুবলীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘বীর’, যা ২০২০ সালে প্রেক্ষাগৃহে আসে। এরপরই হঠাৎ যুক্তরাষ্ট্রে চলে যান বুবলী। তখনও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা চরমে ওঠে। এমনকি ‘বীর’ ছবির শুটিং চলাকালীনও বিষয়টি ঘিরে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল এবং সে সময় গণমাধ্যমে কথা বলেননি অভিনেত্রী।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে বুবলী জানান, ‘বীর’ মুক্তির কিছুদিন পরই তিনি দেশের বাইরে যান। ২০১৯ সাল থেকেই বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কাজের চাপ না থাকায় এবং হাতে থাকা ছবির কাজ শেষ হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিউইয়র্কে তিনি নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘অ্যাক্টিং ফর ফিল্ম’ বিষয়ক একটি ওয়ার্কশপে অংশ নেন বলেও জানান।
অন্তঃসত্ত্বা হওয়া ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন প্রসঙ্গে বুবলী আগেই স্পষ্ট করেছিলেন, প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে তাকে ঘিরে সব সময় নানা কথা শোনা যায়। তিনি ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনতে চান না এবং সময়ের সঙ্গে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলেই বিশ্বাস করেন। তার মতে, দর্শক তাকে কাজের জন্য ভালোবাসেন, তাই ব্যক্তিগত জীবনকে কাজের চেয়ে বেশি আলোচনায় আনতে তিনি আগ্রহী নন।
এরই মধ্যে নানা নাটকীয়তার পর অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে নিজের পুরোনো ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করেন বুবলী। তা নিয়ে নেটমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়। পরে শাকিব খান ও বুবলী আনুষ্ঠানিকভাবে জানান, শেহজাদ খান বীরের বাবা-মা তারাই। এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে।
বুবলী জানান, ধর্মীয় রীতি মেনে শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তাদের সন্তানের জন্ম হয় যুক্তরাষ্ট্রে। সম্প্রতি আবারও ছেলে বীরের নাগরিকত্ব সংক্রান্ত কাজে তারা আমেরিকায় যান, যার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।
এবার নতুন করে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের সত্যতা জানতে একাধিকবার বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে বিশ্বস্ত সূত্রের দাবি, এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই।