নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক শাকিল খান সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে ঢালিউডে আলোড়ন সৃষ্টি করেছেন। ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ এ বিশেষ সম্মাননা গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কিংবদন্তি অভিনেতা সালমান শাহকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী ছিলেন। শাকিল খান, যিনি কাছাকাছি সময়ে কাজ শুরু করায় সালমান শাহর উত্থান খুব কাছ থেকে দেখেছেন, তিনি বলেন: "আমরা চলচ্চিত্রের মানুষ যাঁরা ছিলাম, তাঁরাই সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য দায়ী। তাঁকে শেষ করে দেওয়ার পেছনে সিনেমার মানুষেরাই দায়ী।"
সালমান শাহর প্রসঙ্গে শাকিল খান তাঁর দাবির পক্ষে বলেন, একজন মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় এবং সিনেমার মানুষেরাই তাঁকে ফ্রাস্ট্রেশনে ফেলেছিলেন। তিনি প্রত্যক্ষ করেছেন যে, সে সময় বিভিন্ন সমিতি ও বহু পরিচালক সালমান শাহকে বয়কট করেছিলেন। এই অভিনেতার মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, "আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন বলে দেবে তাঁর (সালমান শাহ) সঙ্গে কী হয়েছিল।" অন্যদিকে, নিজের বর্তমান অবস্থান নিয়ে শাকিল খান জানান, তিনি এখনো সুস্থধারার সিনেমা করতে আগ্রহী, কিন্তু বর্তমান সময়ে সবাই 'সস্তা ভিউয়ের পেছনে ছুটছে' এবং মনগড়া খবর তৈরির প্রবণতা থেকে তিনি দূরে থাকতে চান।
বর্তমান সময়ের তারকাখ্যাতির প্রসঙ্গে তিনি নব্বইয়ের দশকের সঙ্গে তুলনা টেনে বলেন, "এখন দুটি সিনেমা করলে নামের আগে যোগ হয় সুপারস্টার। এটা আপনারাই বানাচ্ছেন।" তিনি উদাহরণ দিয়ে বলেন, ১৯৯৬ সালে তাঁর “এই মন তোমাকে দিলাম” সিনেমাটি ব্যবসাসফল হলেও তাঁরা কখনো সুপারস্টার খেতাব পাননি। তাঁর মতে, তাঁরা দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন। শাকিল খান বলেন, তিনি এখনো চলচ্চিত্রকে ভালোবাসেন, কিন্তু বর্তমান সময়ের প্রবণতা তাঁকে স্বেচ্ছায় আড়ালে থাকতে বাধ্য করেছে।