সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে। এবার শবনম বুবলী ও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। এই বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।
এই বিতর্কিত পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। রোববার (৩ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি বিমানের ভিতরে তোলা ছবি পোস্ট করেন জয়। সেই ছবির ক্যাপশনে শাকিব খানকে ইঙ্গিত করে তিনি লেখেন:
“শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন এক ফ্যাসাদে পড়েছেন, দায়িত্ব পালন করেও কাউকে খুশি রাখতে পারছেন না। কারণ, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা প্রায় অসম্ভব।
তিনি যত বড় স্টার, ততটা মেধাবী নন। আবার আমি যতটা মেধাবী, ততটা বড় স্টার নই।”এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অনেকেই জয়ের এই মন্তব্যকে সরস ও বাস্তবভিত্তিক মনে করছেন, আবার কেউ কেউ একে ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা বলেও দেখছেন।