দেশের ওয়েব দর্শকদের মধ্যে আবারও ফিরেছে ‘স্কুল গ্যাং’ নিয়ে উত্তেজনা। তৃতীয় সিজনের ট্রেলার ইউটিউবে প্রকাশের পরই সেটি দারুণ সাড়া তুলেছে।
নতুন সিজনটা আগের দুইটার চেয়ে বেশ বড় পরিসরে তৈরি হয়েছে ট্রেলারে সেই আভাস স্পষ্ট। প্র্যাংক কিং টিমের পরিচিত মুখদের সঙ্গে এবার যোগ দিয়েছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শহীদুজ্জামান সেলিম, মান্নাত মুন্না আর প্রত্যয় হিরোন।
পরিচালক আর্থিক সজীব-এর কথায়, এবার পুরো দলে একটাই লক্ষ্য ছিল, নতুন কিছু দেখানো। গল্প, লোকেশন, দৃশ্য সবখানেই পরিবর্তন আনার চেষ্টা করেছেন তারা। দর্শক এমন কিছু দেখবে, যা আগের সিজনগুলোতে ছিল না। খুব শিগগিরই আসছে ‘স্কুল গ্যাং’-এর নতুন সিজন।