অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি তার জীবনের কঠিন সময় এবং বর্তমান মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং তার শারীরিক অসুস্থতাও ধরা পড়ে। যদিও আক্কিনেনি পরিবার তাকে মোটা অঙ্কের ভরণপোষণ দিতে চেয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেন।
মানসিক পরিবর্তন
সামান্থা জানান, আগে তিনি সবসময় একটি ইঁদুরদৌড়ের মধ্যে থাকতেন। তিনি মনে করতেন, বড় তারকা হতে গেলে বছরে অন্তত পাঁচটি সফল সিনেমা করতে হবে এবং তারকাদের তালিকায় নিজেকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, "প্রতি শুক্রবারের সাফল্যের ওপর নির্ভর করত আমার জীবন। প্রতিমুহূর্তে ভয় পেতাম। যে কোনো সময় আমার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নেবে।"
বর্তমান অবস্থা
ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসেবে শান্ত করেছে। গত দুই বছর তার কোনো সিনেমা মুক্তি পায়নি, কিন্তু তিনি এখন ভীষণ আনন্দে আছেন। এই পরিবর্তন তার জীবনে এক নতুন উপলব্ধি এনে দিয়েছে।
এদিকে, নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসার করছেন এবং সামান্থা রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে আছেন বলে গুঞ্জন রয়েছে।