করিনা যখন অন্য নায়কদের সঙ্গে রোমান্স করতেন, তখন বুক ফেটে যেত সাইফের। নবাবের স্বীকারোক্তি।

বলিউডের অন্যতম পাওয়ার কাপল সাইফ আলী খান এবং করিনা কাপুর খান। তাদের ১৩ বছরের সুখী দাম্পত্য এবং দুই সন্তান তৈমুর ও জেহ-কে নিয়ে তাদের সাজানো সংসার দেখে অনেকেই ঈর্ষা করেন। কিন্তু এই সম্পর্কের শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলী খান স্বীকার করেছেন যে, করিনা যখন অন্য অভিনেতাদের সঙ্গে পর্দায় রোমান্স করতেন, তখন তিনি ভীষণ হিংসে করতেন।

'দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া'-কে দেওয়া সাক্ষাৎকারে সাইফ জানান, করিনার আগে তিনি যাদের সঙ্গে প্রেম করেছেন তারা কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির ছিলেন না। ফলে তার প্রেমিকা অন্য কারো সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করছেন-এই বিষয়টি মেনে নেওয়া তার জন্য ছিল এক নতুন এবং কঠিন চ্যালেঞ্জ।

সাইফ বলেন, "শুরুতে আমার সাথে ডিল করা খুব একটা সহজ ছিল না। আমি বেশ ঈর্ষান্বিত ছিলাম এবং অন্য পুরুষদের সাথে করিনার কাজ করার বিষয়টি কীভাবে গ্রহণ করব তা বুঝতে পারতাম না। যদি আপনি জন্মগতভাবে সম্পর্কে একটু নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে বিষয়টি সামলানো বেশ কঠিন।"

সাইফ হাসতে হাসতে আরও যোগ করেন, "সবচেয়ে মজার এবং অদ্ভুত বিষয় ছিল-ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমার প্রতিদ্বন্দ্বী, তারাই পর্দায় আমার প্রেমিকার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে কাজ করছিল। আমি ভাবতাম, এটা কীভাবে সম্ভব? তবে শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়েছে।" তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি পরিণত হয়েছেন এবং একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা তৈরি হওয়ায় এই সমস্যাগুলো মিটে গেছে।

নবাব অতীতের সেই হিংসে বা নিরাপত্তাহীনতার কথা ভুলে সাইফ এখন করিনাকে একজন 'অসাধারণ নারী' হিসেবে দেখেন। তাদের সুন্দর ঘর এবং সন্তানদের যেভাবে করিনা আগলে রেখেছেন, তাতে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন পতৌদির নবাব।