জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এবং নিয়মিতভাবে অনুরাগীদের সাথে আলাপে অংশ নিচ্ছেন। তাঁর ব্যক্তিগত জীবনের আগের সেই আড়াল অনুভবটা আর নেই। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে একটি বিশেষ স্ট্যাটাস দেন, যা তাৎক্ষণিকভাবে অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে।

ওই পোস্টে প্রভা লেখেন: "যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!" প্রভার এই মন্তব্যে হাজারের ওপর রিয়েকশন ছাড়াও কয়েকশো মন্তব্য জমা পড়েছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে তাঁকে সমর্থন করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা এবং এরপর একের পর এক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের প্রিয় পাত্রী হয়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন। চলতি বছর তিনি একসঙ্গে দুটি নতুন সিনেমার খবর দিয়েছেনসাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ এবং ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে তিনি এই কাজগুলো নিয়েই ব্যস্ত আছেন।