দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। বয়স বাড়লেও তার সৌন্দর্য আর উপস্থিতি যেন দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠছে। অভিনয়ের পাশাপাশি ফেসবুকে শেয়ার করা নানা ছবি ও ফটোশুট নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি ‘সূর্য দেবী’ সাজে ফটোশুটে অংশ নিয়ে আবারো সমালোচনার মুখে পড়লেন রুনা। গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁওয়ের শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’-এ অংশ নেন তিনি। বড় সরদারবাড়ির খিলানঘেরা জায়গায় আয়োজিত এই র‌্যাম্প শোতে কর্সেট পোশাকে হাজির হয়ে আলোচনার জন্ম দেন। ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’-এর যৌথ আয়োজনে শো শেষে করা ফটোশুটের ছবিগুলো রুনা খান নিজেও নিজের ফেসবুকে পোস্ট করেন।

তবে এসব ছবি প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার ভিন্ন রূপ দেখে প্রশংসা করলেও অনেকে আবার কটাক্ষ করেছেন। কেউ মন্তব্য করেছেন পোশাক মানানসই হয়নি, আবার কেউ বলেছেন বয়সের সঙ্গে মানায় না এমন লুক নিতে। এমনকি কেউ কেউ ছবিগুলোকে এআই তে তৈরি ভেবে সন্দেহ প্রকাশ করেছেন।

যদিও অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নয়। তবে সমালোচনার জবাব না দিয়ে নীরবই থেকেছেন তিনি।