ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দেশের কৃষক ও কৃষি খাতের সমস্যা নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন যে, কৃষকের শরীরে বিষ ঢুকছে এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য অরক্ষিত হয়ে পড়ছে।

চমক তার পোস্টে লিখেছেন, “আমরা শুধু ব্যবসাটাই দেখি অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না। কখনো নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন ছিল প্রকৃতির সাথে একাত্ম।”

তার মতে, এখন মাটি, পানি এবং বাতাস প্রতিদিন বিষাক্ত হচ্ছে হাজার হাজার টন কীটনাশকের কারণে। এর ফলে মৌমাছি, পাখি, মাছের মতো প্রকৃতির নীরব সহযোদ্ধারা অদৃশ্য হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।”

চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন এবং ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন।