সামাজিক মাধ্যমে এই মুহূর্তে আলোচিত নামগুলোর একটি হলো কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তারকাখ্যাতি পেয়েছেন। সম্প্রতি রিপন মিয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের মাঝেই কথা বললেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং এই ঘটনায় তিনি রিপন মিয়ার বাবা-মাকে দুষলেন।
চমক বলেন, “স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কত খারাপ কিংবা কত ভালো, সেটা নিয়ে তো সবাই কথা বলছি, কিন্তু মুদ্রার অপর পিঠ কি দেখছি আমরা? তার বাবা-মা একবারও তার সন্তানের সম্মানের কথা ভাবলেন না।”
তিনি মনে করেন, মিডিয়ার চাকচিক্য মোবাইলে যতটা দেখা যায়, আসল জীবনে ততটা নাও হতে পারে। রিপন মিয়ার স্পনসর্ড ঘোরাফেরা দেখে তাকে অঢেল সম্পদশালী মনে করার কোনো কারণ নেই।
বাবা-মার ভূমিকা নিয়ে চমক প্রশ্ন তুলে বলেন, “নিজের বাবা-মা, নিজের ছেলের সামান্য উন্নতিতে খুশি হতে পারছেন না তাহলে কিভাবে আশা করি আমাদের সমাজ, আশেপাশের মানুষ, আমাদের সফলতায় বা অর্জনে আনন্দে আটখানা হয়ে যাবে?”
সংবাদকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন
সংবাদকর্মীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন চমক। তিনি বলেন, “আর ওই মহান সাংবাদিকগণ, যারা মানুষের ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে মানুষকে টেনে হেঁচড়ে নিচে নামায় সামান্য কিছু পয়সার জন্য তাদেরকে কিভাবে দেখছেন আপনারা?”
রিপন মিয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, “রিপন মিয়া তো তার সব ভিডিওতে নিজেই দাবি করে সে গরিব। তাই ‘গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না’ এই শিরোনামটা ব্যবহার না করলেও পারতেন, দোষারোপগুলো আরও ক্রিয়েটিভ হতে পারত।”