ঝলকেই ভাইরাল মিমির লুক, দীপিকা-কিয়ারার সঙ্গে তুলনায় মাত নেটদুনিয়া

দুর্গাপুজোয় আসছে 'রক্তবীজ ২', অ্যাকশন লুকে আবির, বিকিনি লুকে নজর কাড়লেন মিমি চক্রবর্তী

কলকাতা: "মুনির আলমকে মারা যায় না… একজন মুনিরকে মারলে হাজার হাজার মুনির জন্মাবে।" এই সংলাপ দিয়েই শেষ হয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের বহুলচর্চিত ছবি ‘রক্তবীজ’। দর্শকের মনে সেই সমাপ্তি তৈরি করেছিল নতুন গল্পের ইঙ্গিত। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘রক্তবীজ ২’-এর প্রথম ঝলক। আর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

ঝলকের অন্যতম আকর্ষণ হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। সমুদ্র তীরবর্তী বালিতে নীল বিকিনিতে মিমিকে দেখে নেটদুনিয়ার প্রশংসার জোয়ার। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে এই ঝলক। মিমির বিকিনি লুককে অনেকে তুলনা করছেন বলিউডের দুই গ্ল্যামারাস অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)কিয়ারা আডবাণীর (Kiara Advani) সঙ্গে। অনুরাগীরা বলছেন, টলিউডেরও নিজস্ব দীপিকা বা কিয়ারা আছেন, আর তিনি মিমি।

শুধু মিমি নন, ঝলকে অ্যাকশন মুডে দর্শকের নজর কাড়লেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবিতে তার চরিত্রটি এবার আরও শক্তিশালী ও কেন্দ্রীভূত হয়েছে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে মিমি অভিনীত চরিত্র সংযুক্তার নতুন ধাঁচের উপস্থিতি ছবির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

তবে নির্মাতাদের দাবি, ‘রক্তবীজ ২’ শুধুমাত্র নায়ক-নায়িকা নির্ভর নয়। ঝলকে আলাদাভাবে নজর কেড়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, নুসরত জাহান (Nusrat Jahan)কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মিমি ও নুসরতের বহু প্রতীক্ষিত একসঙ্গে পর্দায় ফেরা। নুসরতকে দেখা যাবে একটি ঝকঝকে আইটেম গানে, পাশাপাশি তার রয়েছে গুরুত্বপূর্ণ একটি চরিত্র।

প্রথম ছবির মতো এবারও বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ছবির টিম। ‘রক্তবীজ’-এর প্রথম অধ্যায়ের মতো দ্বিতীয় অধ্যায়েও থাকছে রাজনৈতিক রহস্য, ষড়যন্ত্র ও তীব্র অ্যাকশনের মিশ্রণ।

মুক্তির তারিখ: ছবির নির্মাতারা জানিয়েছেন, এই বছরের দুর্গাপুজোতেই মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। তাই পুজো বাজারে ছবির প্রচারও শুরু হয়ে গেছে জোরকদমে।

সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া বলছে, প্রথম ঝলকের সাফল্য ইতিমধ্যেই ছবিটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। মিমির নতুন লুক এবং ঝলকের চমকপ্রদ দৃশ্যগুলো দর্শকের মধ্যে প্রত্যাশার পারদ আরও উঁচুতে তুলেছে।