আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার স্ত্রী চম্পা জানিয়েছেন, “রিপন মিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি।” একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় এমনটাই বললেন তিনি।

গত মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে রিপন মিয়াকে নিয়ে প্রচারিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, তিনি মা-বাবার খোঁজ রাখেন না এবং স্ত্রী-সন্তানদের অস্বীকার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। এরপর পরিস্থিতি সামাল দিতে রিপন মিয়া তার মা, স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় হাজির হন।

রিপন মিয়ার সঙ্গে কেমন আছেন এমন প্রশ্নের জবাবে চম্পা বলেন, “আমি রিপন মিয়ার সঙ্গে সুখেই আছি। মানুষ কী কয় কউক না কউক, আমি হেইসব কথা কানে নেই না। আমি সুখে আছি। আমাদের মধ্যে কোনো ভেজাল নেই, ঝামেলা নেই।”

প্রতিবেদনে তার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে অস্বীকার করার অভিযোগ প্রসঙ্গে রিপন বলেন, “দেড় বছর আগে ভাইসাবের ভিডিওতে আমি বিয়া ও বউ নিয়ে কথা কইছিলাম। কিন্তু ওই সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলেন, তখন আমি তেড়ামি করে বলছিলাম, ‘আমি বিয়া করিনি।’ কে জানত, এটা এমন ঝড় তুলবে!” এদিকে রিপন মিয়ার স্ত্রীও রিপনের সঙ্গে সুর মিলিয়ে বলেন, অনুমতি ছাড়াই সাংবাদিক জোর করে তাঁর ঘরে ঢুকে পড়েন এবং উল্টাপাল্টা প্রশ্ন করেন।

তবে সামাজিক মাধ্যমে অনেকেই রিপন মিয়ার স্ত্রীর বক্তব্যকে শেখানো বক্তব্য বলে মন্তব্য করছেন।

অন্যদিকে রিপনের মা ফাতেমা বেগমও জানালেন, প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল-বোঝাবুঝির সূত্রপাত। তার ভাষায়, “অনেকে কয়, ‘তোমার ছেলে লাখ লাখ টাকা কামায়, তোমারে কী দিছে।’ আমি ভাবছিলাম সাংবাদিকরা আইছে আমাদের সাহায্য করতে। বুঝি নাই, তারা উল্টো আমাদের বিপদে ফেলবে। লোভে পড়ে আমার ছেলেরে কষ্ট দিছি।” তিনি আরও জানান, রিপন একা নন, তার অন্য ছেলেরাও মা-বাবার খোঁজখবর রাখেন। তিনি বলেন, “আমরা গরিব মানুষ, হের (রিপন) বাপ কাজ করতে পারে না। তিন ছেলে না দেখলে আমরা চলব কেমনে?