দুর্গাপূজায় মুক্তি পাওয়া একাধিক বিগ বাজেটের বাংলা ছবি ঘিরে টালিউড এখন সরগরম। হল দখল থেকে শুরু করে দর্শক-সমালোচকের তর্ক সব মিলিয়ে ইন্ডাস্ট্রিতে চলছে উত্তেজনার পারদ চড়া। ঠিক এমন সময়ে আলোচনার কেন্দ্রে এসেছেন সুপারস্টার জিৎ, যিনি সাধারণত বিতর্ক থেকে দূরে থাকেন। এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় বার্তা দিয়ে নতুন করে ঝড় তুললেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ছবির মুক্তি যুদ্ধ চলাকালীন জিৎ তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদা রক্ষা করা।” সংক্ষিপ্ত এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনার জন্ম দেয়।

অনেকের মতে, টালিউডে চলা অপ্রয়োজনীয় রেষারেষি থামাতেই জিৎ এই বক্তব্য রেখেছেন। তবে মন্তব্য বিভাগে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, এতদিন নীরব থাকার পর হঠাৎ কেন এই বার্তা? কেউবা অভিযোগ করেছেন, জিৎ বন্ধুর বিপর্যয়ের সময় পাশে না দাঁড়িয়ে এখন ‘সতর্কবার্তা’ দিচ্ছেন। অন্যদিকে কেউ কেউ দেবের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেছেন কেন তিনি দেবের হয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

তবে সব বিতর্কের মাঝেই জিৎ নীরব রয়েছেন। তিনি কাকে সমর্থন করছেন বা কার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তা স্পষ্ট করে বলেননি। ফলে নেটপাড়ায় কেউ মনে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কারও ধারণা, দেবকে সমর্থন করছেন তিনি।