জয়া-অমিতাভ-রেখা, এই ত্রয়ীর সম্পর্কের সমীকরণ নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। এ বার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের প্রথম ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে গিয়ে সকলের নজর কাড়লেন সেই রেখাই।
অমিতাভ বচ্চন-এর সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই অকপট রেখা। একসময়ে প্রথম সারির এই দুই নায়ক-নায়িকার ‘প্রেম’-এর গুঞ্জনে মুখর ছিল বলিউড। জয়া বচ্চন-অমিতাভ বচ্চন-রেখা,এই ত্রয়ীর সম্পর্কের সমীকরণ নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। এ বার অমিতাভের নাতি অগস্ত্য নন্দ-এর প্রথম ছবি ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে গিয়ে সকলের নজর কাড়লেন সেই রেখাই।
প্রথম থেকেই অমিতাভের পরিবারের প্রতি আবেগপ্রবণ রেখা। সে অভিষেক-ঐশ্বর্যা হোক কিংবা আরাধ্যা। রেখাকে একাধিক বার দেখা গিয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন-এর প্রশংসায় পঞ্চমুখ হতে। এ বার ‘ইক্কিস’-এর বিশেষ প্রদর্শনীতে অগস্ত্যের ছবি সমেত বড় পোস্টারের দিকে ছুটে যান তিনি। সেই পোস্টারেই অগস্ত্যকে রীতিমতো আদরে-চুমুতে ভরিয়ে দেন রেখা।
এ দিনের প্রিমিয়ারে হাজির ছিলেন অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন। যদিও নাতির জীবনের এমন একটি বড় দিনে অনুপস্থিত ছিলেন অমিতাভ ও জয়া বচ্চন। অগস্ত্যের ছবিকে আদরে ভরালেও তাঁর অভিনয় নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও প্রতিক্রিয়া দেননি রেখা। ‘ইক্কিস’ এক দিকে যেমন অগস্ত্যের প্রথম ছবি, তেমনই এটি ধর্মেন্দ্র-র শেষ ছবি। বাবার শেষ ছবি দেখতে এসে অশ্রুসজল হন ববি দেওল ও সানি দেওল।