‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা রাশমিকা মান্দানা অনেক আগেই পেয়েছেন ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’-এর খেতাব। ভক্তরা শুধু তাঁর কাজই নয়, ব্যক্তিজীবন নিয়েও সবসময় কৌতূহলী। দীর্ঘদিন ধরে শোনা গেলেও তিনি কখনও প্রকাশ্যে নিজের ভালোবাসার মানুষের নাম জানাননি।

তবে গুঞ্জন কিন্তু থামেনি। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বছরের পর বছর নানা জল্পনা চলেছে। কখনও দুজনকে একসঙ্গে বিদেশ ভ্রমণে দেখা গেছে, আবার কখনও ডিনারে গোপনে সময় কাটানোর খবর ভেসে উঠেছে। যদিও এতদিন দুজনের কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।

এবার শোনা যাচ্ছে একেবারে নতুন খবর। ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, দুর্গাপূজার উৎসবের মধ্যেই এই জনপ্রিয় জুটি নাকি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। বিজয়ের হায়দরাবাদের বিলাসবহুল বাড়িতে আয়োজন করা হয় আংটিবদলের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও পরিবারের সদস্যরা। পুরো আয়োজনটাই হয়েছে একেবারে ব্যক্তিগতভাবে, কোনো সাংবাদিক বা মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

এখন কেবল অপেক্ষা বিয়ের আনুষ্ঠানিকতার। যদিও রাশমিকা ও বিজয় দুজনেই এখনো বিষয়টি স্বীকার করেননি। তবে কাছের মানুষজন বলছেন, এতদিনের আড়াল ভেঙে এবার সত্যিই গুঞ্জন বাস্তব হতে চলেছে।