কনটেন্ট থেকে ক্যামেরা! ‘আর্মি অফিসার’ হতে চাওয়া রাকিন আবসার এখন পুরোদস্তুর নায়ক!
দেড় দশক ধরে কমেডি দিয়ে পরিচিতি পেলেও, অবশেষে বড় পর্দায় অভিষেক হল কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসারের। সমাজের নাক সিটকানো ভাব কাটিয়ে তিনি এখন মূলধারার অভিনেতা। তার অভিনয় জীবনের যাত্রা কেমন ছিল?

শৈশবে মা-বাবা চেয়েছিলেন তিনি পাইলট বা আর্মি অফিসার হন। কিন্তু রাকিন আবসারের চোখ ছিল সবসময় অভিনয়ের দিকে। এক দশকেরও বেশি সময় ধরে তিনি একাই অভিনেতা এবং প্রযোজকের ভূমিকায় নিজের কনটেন্ট তৈরি করেছেন, যার বেশিরভাগই ছিল কমেডি। কিন্তু সেই কমেডিয়ান ইমেজটাই মেইনস্ট্রিম অভিনয়ের পথে বারবার বাধা দিচ্ছিল।

রাকিন বলেন, "অভিনয়ে যেতে পারিনি বলেই কনটেন্ট নির্মাণ শুরু করি। আমি একজন কমেডিয়ান হিসেবে পরিচিত। কিন্তু একজন কমেডিয়ান সিরিয়াস অভিনয় করতে পারে-এই ধারণা এখনো অনেকের নেই। কারণ, বিষয়টি কখনও এক্সপ্লোর করা হয়নি।" তিনি মনে করিয়ে দেন, একসময় জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো তারকারাও কমেডির মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন।

অবশেষে গত সেপ্টেম্বরে ওয়েব সিনেমা 'প্ল্যান বি'-তে মূল চরিত্রে সুযোগ পান রাকিন। নাহিদ হাসনাতের পরিচালনায় এই সিনেমাটির চিত্রনাট্য তাঁকে মাথায় রেখেই লেখা হয়েছিল। মাত্র তিন দিনেই এই সিনেমার শ্যুটিং শেষ করেন তিনি।

তবে রাকিনের আসল চমক আসছে শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’-এ। এই ছবিতে তার চরিত্রটি একেবারেই ভিন্ন মেজাজের, খানিকটা খুনে মেজাজের! চরিত্রের লুকের একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর তাকে চেনা দায় হয়ে গেছে।

রাকিন জানান, এমন চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি আগে পাননি। "আগে এমন কিছু রোল পেতাম, যা আমি কনটেন্টেও করেছি। ওটারই আরেকটি ভার্সন। ওভাবেই আমাকে কল্পনা করে, আমার তখন আগ্রহটা চলে যেত।" এখন তিনি এমন চরিত্র করতে চান, যেখানে মানুষ তাঁকে দেখে অভ্যস্ত নয়। তিনি বলেন, "আপনি আমাকে যেকোনো রোল দেবেন, আমি ওটাই করব।"

দীর্ঘদিন ধরে কনটেন্ট নির্মাণের অভিজ্ঞতা মূলধারার অভিনয়ে তাঁকে সাহায্য করেছে। তবে তিনি এখনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করেন। শরীয়তপুরের জন্ম হলেও ঢাকার গুলশান ও উত্তরায় বেড়ে ওঠা এই অভিনেতার প্রিয় শিল্পীদের তালিকায় আছেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী।