তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক ও বৃহত্তর চেন্নাই সিটি পুলিশের কাছে সম্প্রতি একটি ই–মেইল পাঠানো হয়েছে, যেখানে অভিনেতা রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা থাকার দাবি করা হয়েছে। ই–মেইল পাওয়ার পরই চেন্নাই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সঙ্গে সঙ্গে দুই তারকার বাড়িতে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দল মোতায়েন করা হয় এবং চারপাশে কড়া নিরাপত্তা তল্লাশি চালানো হয়।

তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপের প্রমাণ মেলেনি। রজনীকান্তের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি কোনো অচেনা ব্যক্তি বাসায় প্রবেশ করেনি, তাই এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করছে পুলিশ।

চেন্নাই সিটি পুলিশ ই-মেইলে উল্লেখ থাকা অন্য ব্যক্তিদের বাড়িতেও বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালিয়েছে। কোথাও কোনো বিস্ফোরক না পাওয়ায় ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এটি একটি বৃহত্তর ঘটনার ধারাবাহিকতা, যেখানে সম্প্রতি তামিল সিনেমার বেশ কয়েকজন তারকা ও রাজনীতিক একই ধরনের হুমকি পেয়েছেন। অক্টোবরের শুরুতে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ ও রাজনীতিবিদ এস ভি শেখর এমন হুমকির শিকার হন। এমনকি সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, এসব হুমকি সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের বাড়িতে বোমা রাখার হুমকি ফোনে দেওয়ায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।