আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া দেব অভিনীত ছবি 'রঘু ডাকাত'-এর প্রচার শুরু হয়েছে। শনিবার মালদায় প্রচার শেষে ছবির টিম পৌঁছায় শিলিগুড়িতে। সেখানে সেবক কালীবাড়ি মন্দিরে পূজা দিয়ে ছবির সাফল্য কামনা করেছেন নায়ক দেব ও অভিনেত্রী ইধিকা পালসহ অন্যান্য কলাকুশলীরা।
‘রঘু ডাকাত’ টিমের শিলিগুড়ি সফর, পূজা অর্চনায় মন দিলেন দেব-ইধিকা
প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দেব, ইধিকা পাল এবং ওম সাহানি কালো পোশাকে মন্দিরে উপস্থিত ছিলেন, আর অভিনেত্রী সোহিনী সরকার পরেছিলেন লাল শাড়ি। মন্দিরের পুরোহিত দেবের কপালে সিঁদুরের তিলক পরিয়ে দেন এবং তাকে উত্তরীয় দেন। দেবকে তার হাতে হলুদ সুতো বাঁধতেও দেখা যায়।
উল্লেখ্য, এর আগে 'খাদান' ছবির সময়ও দেব ও ইধিকাকে নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিতে দেখা গিয়েছিল। এমনকি, 'ধূমকেতু' ছবির মুক্তির আগেও শুভশ্রীর সঙ্গে দেব একইভাবে পূজা করেছিলেন।
পূজা শেষ করে 'রঘু ডাকাত' টিম দার্জিলিংয়ের উদ্দেশে রওনা হয়।