টালিউড সুপারস্টার দেব অভিনীত এবং দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রঘু ডাকাত’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। ক্যারিয়ারের ২০ বছর পার করা এই অভিনেতাকে দর্শকরা এবারও খালি হাতে ফেরায়নি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পূজায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর লড়াইয়ে শুরু থেকেই দেবের ছবিটি এগিয়ে আছে এবং ইতোমধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘রক্তবীজ ২’-কে পেছনে ফেলেছে।

প্রযোজকের ১০ কোটি ক্লাবের দাবি

সিনেমাটির অফিসিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ না করলেও, সম্প্রতি এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক ও ‘রঘু ডাকাত’-এর যৌথ প্রযোজক মহেন্দ্র সোনি এক টুইটে ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি একটি টুইটে হ্যাশট্যাগে 'রঘু ডাকাত'-এর নামের পাশে ১০ কোটি উল্লেখ করেন এবং লেখেন, "মেগাস্টার এই বিশেষ কারণেই।"

তবে এই হিসাব প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জিৎ ভক্তরা প্রযোজককে ট্রল করে দাবি করছেন, এই অঙ্কে নাকি ‘জল মেশানো’ আছে।

বক্স অফিসের পরিসংখ্যান

অন্যদিকে, স্যাকনিল্ক-এর পরিসংখ্যান অনুসারে, ‘রঘু ডাকাত’ ১২ দিনে দেশের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। আয়ের নিরিখে মাল্টিপ্লেক্সগুলোতে দেবের ‘রঘু ডাকাত’ এবং ‘রক্তবীজ ২’-এর মধ্যে সমানে সমানে টক্কর চললেও, সিঙ্গল স্ক্রিনে দেবের ছবিটি অনেকটাই এগিয়ে আছে।