অভিনেতা রাঘব জুয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের পানভিলস্থিত বিশাল ফার্ম হাউসের ভেতরের এক বিস্ময়কর চিত্র তুলে ধরেছেন। রাঘব সালমানের আতিথেয়তা এবং সেই খামারবাড়ির বিলাসবহুল ব্যবস্থা নিয়ে কথা বলেছেন।
রাঘব জুয়াল জানান, সালমান খান একজন দারুণ অতিথিবৎসল মানুষ। তার ফার্ম হাউসে কোনো অতিথি এলে তিনি খুব খুশি হন এবং মাঝে মাঝে পুরো ফার্ম হাউসটাই অতিথিদের জন্য ছেড়ে দেন। এমনকি, সালমান নিজেই অতিথি সেবায় মাঠে নেমে পড়েন।
সালমানের এই ফার্ম হাউসের বর্ণনা দিয়ে রাঘব বলেন, সেখানে রয়েছে বিশাল মাপের বহু ঘর, আলাদা প্লে-জোন, একটি প্রাকৃতিক ঝরনা, বিশাল জঙ্গল, জলাশয় এবং রাইডের জন্য ডার্ট বাইক। রাঘবের মতে, সালমানের এই ফার্ম হাউস যেকোনো পাঁচতারকা হোটেলকে সহজেই বাজিমাত করতে পারে।
সালমানের সঙ্গে কাটানো এক বিশেষ মুহূর্তের কথা স্মরণ করে রাঘব বলেন, একবার ভোর ৩টা নাগাদ সালমান তাকে ঘুম থেকে উঠিয়ে আস্তাবলে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি কীভাবে ঘোড়ার পরিচর্যা করা হয় এবং তাদের প্রজনন বৃদ্ধির বিষয়গুলো দেখিয়েছিলেন। এরপর সকালে ভাইজান (সালমান) নিজ হাতে রাঘবের জন্য সকালের নাশতা তৈরি করে খাইয়েছিলেন। সালমানের এই আন্তরিকতা রাঘবকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।