আলোচিত কনটেন্ট ক্রিয়েটর জুটি রাফসান দ্য ছোটভাই (ইফতেখার রাফসান) ও সুনেহরা তাসনিমকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চার শেষ নেই। একজন ফুড ভ্লগার ও অন্যজন লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও, তাঁরা প্রায়ই একসঙ্গে কাজ করেন এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আলোচিত কনটেন্ট ‘দিস চেঞ্জড আ গার্লস লাইফ’-এও তাঁদের জুটি বাঁধতে দেখা গেছে। কনটেন্ট বানাতে গিয়েই তাঁদের পরিচয়, যা ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁরা একসঙ্গে ছবি পোস্ট করেন, আর সেই ছবি দেখেই অনুরাগীরা মন্তব্য করেন, "তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে" কিংবা "ওরা হয়তো প্রেম করছে।" তাঁদের এই প্রেমের গুঞ্জন প্রায় চার বছরের বেশি সময় ধরে ডালপালা মেলেছে।
তাঁদের এই প্রেমের গুঞ্জন সত্যি নাকি শুধুই বন্ধুত্ব এই বিষয়ে তাঁরা কেউই খোলাসা করেননি। তবে ২০২৩ সালের মার্চ মাসে দেওয়া সাক্ষাৎকারে রাফসান সরাসরি প্রশ্ন এড়িয়ে গেলেও, সুনেহরা বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান যে, অনুরাগীদের এই ধরনের মন্তব্য তাঁদের চোখে পড়ে এবং তাঁরা বিষয়টি ‘উপভোগ’ করেন। ইফতেখারের সঙ্গে তাঁর পরিচয় হয় ফুডপ্যান্ডার একটি শুটে। সুনেহরা রাফসানের আন্তরিকতা (জেনুইন পারসন) এবং সহায়ক মনোভাবের (হেল্পফুল পারসন) প্রশংসা করে বলেন যে, তিনি খুবই অন্তর্মুখী মানুষ হলেও রাফসানের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হতে পেরেছেন। তাঁর ভাষায়, রাফসান তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ (প্রিয় বন্ধুর মতো)।
সময় টিভির সাক্ষাৎকারে 'শুধুই বেস্ট ফ্রেন্ড' কিনাজানতে চাওয়া হলে সুনেহরা তা নিশ্চিত করেন। তবে 'তাহলে কি বিষয়টি গুজব?'এমন প্রশ্নে তিনি রহস্য জিইয়ে রেখে বলেন, "আসলে মানুষ চায়, জিনিসটা হোক...মানুষজন দোয়া করে, এই দুজনকে একসাথে করো।" মানুষের এই চাওয়া ভবিষ্যতে পাওয়ায় রূপান্তরের ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সামনে কী হবে, কেউ বলতে পারে না।” উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কনটেন্ট বানানো শুরু করা রাফসানের ফেসবুকে ৪৬ লাখ ও ইনস্টাগ্রামে ১২ লাখ ফলোয়ার রয়েছে। অন্যদিকে লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর সুনেহরার ইনস্টাগ্রামে ১৫ লাখ ও ফেসবুকে ১৬ লাখ ফলোয়ার রয়েছে।