আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা' সিনেমাটি শুটিং শুরুর আগেই নানা জল্পনা আর গুজবের মুখে পড়েছে। বিশেষ করে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে বাদ দিয়ে সাবিলা নূরকে নেওয়ার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। ছবিতে শাকিব খানের বিপরীতে জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ থাকছেন, আর তৃতীয় নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম শোনা গেলেও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
আগামী ৬ জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে, তবে শাকিব খান ১০ জানুয়ারি থেকে ইউনিটে যোগ দেবেন। পরিচালক আবু হায়াত মাহমুদ কাজের সুরক্ষার স্বার্থে শুটিং লোকেশন গোপন রেখেছেন এবং নির্বিঘ্নে কাজ শেষ করতে চাইছেন। বাংলাদেশে প্রাথমিক কিছু দৃশ্য ধারণের পর পুরো ইউনিট শ্রীলঙ্কায় উড়াল দেবে বড় একটি অংশের শুটিং সম্পন্ন করতে, এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে ভারতেও কিছু অংশের কাজ করার সম্ভাবনা রয়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমার মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এই শক্তিশালী ও রহস্যময় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। রহস্য, অ্যাকশন এবং একাধিক নায়িকার উপস্থিতিতে 'প্রিন্স' সিনেমাটি শাকিব ভক্তদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছে।