‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-এর পর আবারও মালয়ালম বক্স অফিসে ঝড় তুলেছে নতুন ছবি ‘ডায়েস ইরায়ে’। রাহুল সদাশিবন পরিচালিত এই মনস্তাত্ত্বিক হরর থ্রিলার মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপি আয় ছুঁয়েছে।

৩১ অক্টোবর মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শক দু’পক্ষের কাছেই ছবিটি প্রশংসা পাচ্ছে। শক্তিশালী চিত্রনাট্য, ভৌতিক আবহ, আর প্রণব মোহনলালের দারুণ অভিনয় সব মিলিয়ে এটি বছরের অন্যতম আলোচিত মালয়ালম সিনেমা।

প্রণব অভিনয় করেছেন রোহান নামে এক তরুণ স্থপতির ভূমিকায়, যে নিজের বাড়িতে এক অদ্ভুত অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে শুরু করে। রহস্য উন্মোচনের পথে তার সামনে আসে এমন কিছু সত্য, যা তার অতীত ও বর্তমান দুই জীবনকেই নাড়িয়ে দেয়।

এই ছবির সাফল্যের মধ্য দিয়ে প্রণব মালয়ালম ইন্ডাস্ট্রির দ্বিতীয় অভিনেতা হিসেবে টানা তিনটি ছবিকে ৫০ কোটির ক্লাবে তুলেছেন। এর আগে তাঁর ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ একইভাবে দারুণ ব্যবসা করেছিল। এই রেকর্ড প্রথম গড়েছিলেন তাঁর বাবা, কিংবদন্তি অভিনেতা মোহনলাল ‘হৃদয়পুরভম’, ‘এমপুরান’ ও ‘থুদারুম’-এর মাধ্যমে।

প্রযোজকেরা এক্স-এ (আগের টুইটার) ঘোষণা করেছেন, “আমাদের ছবিটি বৈশ্বিকভাবে ৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে।” ছবিতে প্রণবের সঙ্গে আছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ।

সব মিলিয়ে, ‘ডায়েস ইরায়ে’ শুধু এক হরর থ্রিলার নয় এটি প্রণব মোহনলালের নিজের জায়গা দখলের ঘোষণা।