ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার প্রভাসের জন্মদিনে তাঁর ভক্তদের জন্য এলো এক দারুণ খবর। গত ২৩ অক্টোবর ৪৬ বছর পূর্ণ হওয়ার দিনে এই তেলুগু তারকা তাঁর নতুন সিনেমার ঘোষণা দিলেন। প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকারস জানিয়েছে, তাদের পরবর্তী সিনেমা ‘ফৌজি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস। সিনেমাটি পরিচালনা করবেন 'সিতা রামাম' খ্যাত হনু রাঘবপুদি।
বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো ‘ফৌজি’ হবে প্রভাসের প্রথম সিনেমা যা বাংলা ভাষায় ডাবিং করে মুক্তি পাবে। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমের পাশাপাশি এবার বাংলা সংস্করণেও সিনেমাটি দেখা যাবে। এর আগে শুধু কন্নড় সিনেমা 'কানতারা: চ্যাপ্টার ওয়ান' বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প ১৯৪০-এর দশকের ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে ঘিরে আবর্তিত হয়েছে।
এই সিনেমায় প্রভাসকে একজন ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যিনি একসময় অন্যায়ের বিরুদ্ধে একা রুখে দাঁড়াবেন। প্রভাসের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমানভি। এছাড়াও মিঠুন চক্রবর্তী, জয়া প্রদা, অনুপম খেরসহ আরও অনেকে এতে অভিনয় করবেন। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।
প্রভাসকে সর্বশেষ ২০২৩ সালের বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’তে দেখা গিয়েছিল। এরপর কিছুটা বিরতি নিয়ে তিনি নতুন দুটি প্রজেক্ট ‘রাজা সাহেব’ ও ‘স্পিরিট’-এর কাজ শুরু করেন।