আলোচিত চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে তার ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন।
অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান একপর্যায়ে তাকে প্রশ্ন করেন, ‘শেখ সাদি কি তোমার প্রেমিক?’ এমন প্রশ্নে পরীমনি হেসে উত্তর দেন, “না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।”
সিঙ্গেল নন, তবে সারাক্ষণই 'প্রেম-প্রেম অনুভূতি'
পরীমনি বর্তমানে সিঙ্গেল কি না, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন, “না।” এরপর যোগ করেন, “শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউই বিশ্বাস করবে না। আমি নিজেও বিশ্বাস করি না!” তিনি মুচকি হেসে ব্যাখ্যা করেন, “আমার সামহাউ (somehow) সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি, এটা থাকা আসলে ভালো।”
বিয়ে নিয়ে পরীমনির রসিকতা
বিয়ের প্রসঙ্গে জানতে চাওয়া হলে পরীমনি বলেন, তিনি মোট একবারই বিয়ে করেছেন, আর তা হলো শরীফুল রাজকে। যখন সঞ্চালক প্রশ্ন করেন, "তাহলে বাকিদের বিয়ের খবর আমরা শুনি কেন?" উত্তরে পরীমনি রসিক ভঙ্গিতে বলেন, জানি না, মনে হয় ওরা সবাই সৎস্বামী! (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।
শোবিজে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করার গুঞ্জন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে পরীমনি হেসে উত্তর দেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।
সবশেষে সঞ্চালক জানতে চান, তিনি মোট কতবার বিয়ে করতে চান? জবাবে পরীমনি বলেন, “আমার না, আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে! ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু এই কথাটা যে রিউমার (গুঞ্জন) হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা কখনো ভাবিনি। জানলে নিশ্চয়ই এমন কথা বলতাম না!