বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। চিত্রনায়িকা পরীমণি তাঁর ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে খালেদা জিয়াকে স্মরণ করে লিখেছেন যে, তিনি তাঁর ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের মানচিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরীমণির মতে, সব প্রতিকূলতা জয় করে তিনি আসলে জয়ী হয়েই বিদায় নিলেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান নেত্রী। চলতি বছরের শুরুতে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরলেও শারীরিক ও মানসিক ধকলের কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ ও অটল ভূমিকার কারণে তিনি ‘দেশনেত্রী’ এবং ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি অর্জন করেন। দশকের পর দশক ধরে দেশের রাজনীতিতে তাঁর যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল, তা তাঁকে এ দেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে।