আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে পরীমনির ‘ডোডোর গল্প’


অভিনেত্রী পরীমনি মাতৃত্বকালীন বিরতি ভেঙে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে আবার ক্যামেরার সামনে ফেরেন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই সিনেমার শুটিং দীর্ঘ এক বছর চার মাস ২৩ দিন পর চলতি বছরের শুরুতে শেষ হয়।

সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া নিশ্চিত করেছেন যে, আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তিনি জানান, ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে; এখন কেবল কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ বাকি।

প্রযোজক বলেন, ছবিটির গল্প হলো “এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ লড়াই, যেখানে সে হারানো সন্তানকে ফিরে পায়।” পরীমনি এই সিনেমাকে ‘খুব স্পেশাল’ উল্লেখ করে বলেছেন, মাতৃত্বের পর এটি তার প্রথম কাজ, তাই এটির সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে আছে।

‘ডোডোর গল্প’-এ পরীমনি ‘কাজল চৌধুরী’ চরিত্রে এবং তার বিপরীতে সাইমন সাদিক ‘রায়হান’ চরিত্রে অভিনয় করেছেন। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক