জমজমাট ওটিটি: নতুন সিনেমা ও সিরিজের ভাণ্ডার
প্রতি সপ্তাহেই নানা ধরণের কনটেন্টে ভরে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। নতুন মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ, প্রামাণ্যচিত্র থেকে শুরু করে রিয়েলিটি শো—সবই এখন দর্শকদের হাতের মুঠোয়। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও শিগগিরই আসতে চলা কিছু আলোচিত কনটেন্টের খবর একসাথে দেখে নিন—

তাণ্ডব
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি, হইচই
পরিচালনা: রায়হান রাফী
বাংলাদেশি বাণিজ্যিক সিনেমার অন্যতম বড় চমক ‘তাণ্ডব’। শাকিব খান এবার এসেছেন অ্যাকশন-প্যাকড চরিত্রে, যেখানে রয়েছে উত্তেজনা, রহস্য আর রোমাঞ্চের মিশ্রণ। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও সিয়াম আহমেদকে—যা দর্শকদের জন্য বাড়তি চমক। শক্তিশালী কাহিনি, দ্রুতগতি সম্পাদনা ও তারকাবহুল উপস্থিতি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে ছবিটিকে। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহপ্রযোজক চরকি, আর নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।

উৎসব
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
পরিচালনা: তানিম নূর
‘উৎসব’ একেবারেই ভিন্ন স্বাদের পারিবারিক ও সামাজিক সিনেমা। সিনেমার ট্যাগলাইন—“সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ”—যা এর কনটেন্টের পারিবারিক আবহকেই ইঙ্গিত করে। গল্পে আছে সম্পর্কের উষ্ণতা, পারিবারিক বন্ধন ও হাসি-কান্নার মিশেল। অভিনয়ে জাহিদ হাসান, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান—যাদের উপস্থিতি সিনেমাটিকে দিয়েছে একটি তারকাখচিত মাত্রা।

ওয়েন্সডে ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
২০২২ সালে মুক্তির পর থেকেই ‘ওয়েন্সডে’ সিরিজ বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলে। মার্কিন কার্টুনিস্ট চার্লস অ্যাডামসের সৃষ্ট চরিত্র ওয়েন্সডে অ্যাডামসকে কেন্দ্র করে নির্মিত এই অতিপ্রাকৃত হত্যা রহস্য সিরিজটি প্রথম মৌসুমেই দর্শকদের মন জয় করে নেয়। দ্বিতীয় মৌসুমে জেনা ওর্তেগা ফিরেছেন তার আইকনিক ভূমিকায়। এবারও থাকছে টানটান রহস্য, অদ্ভুত সব ঘটনা আর গা ছমছমে আবহ। দ্বিতীয় মৌসুমের প্রথম চারটি পর্ব নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে, আর বাকি চারটি আসবে ৩ সেপ্টেম্বর। গল্প শুরু হয়েছে প্রথম মৌসুমের ঠিক পর থেকেই, তাই পুরনো মৌসুম না দেখে থাকলে আগে সেটি দেখে নেওয়াই ভালো।

মিকি ১৭
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
মুক্তির তারিখ: ৮ আগস্ট
এডওয়ার্ড অ্যাস্টনের জনপ্রিয় উপন্যাস মিকি ৭ অবলম্বনে তৈরি ‘মিকি ১৭’ পরিচালনা করেছেন অস্কারজয়ী কোরীয় নির্মাতা বং জুন-হো। উপন্যাসে মিকিকে সাতবার মারা হলেও সিনেমায় পরিচালক তাকে মেরেছেন ১৭ বার—যা কাহিনিতে এনেছে নতুন মাত্রা। সাই-ফাই ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন রবার্ট প্যাটিনসন। ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি। এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ায় আবারও আলোচনায় এসেছে সিনেমাটি।

মায়াসভা
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
অন্ধ্র প্রদেশের রাজনীতি নিয়ে তৈরি এক জমজমাট রাজনৈতিক ড্রামা ‘মায়াসভা’। ১৯৭০ ও ৮০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই তেলেগু সিরিজে দেখা যাবে সেই সময়ের দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—এন চন্দ্রবাবু নাইডু ও ওয়াই এস রাজাশেখর রেড্ডির জীবনের অনুপ্রেরণায় গড়া গল্প। পরিচালনায় দেবা কাট্টা ও কিরন জয় কুমার। অভিনয়ে আছেন আধি পিনিস্টি, দিব্যা দত্ত, সাই কুমার ও চৈতন্য রাও। রাজনৈতিক চক্রান্ত, ক্ষমতার লড়াই আর তীব্র ড্রামায় ভরপুর এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ কুড়িয়েছে।