ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎস’ টানা ৭ সপ্তাহ ধরে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সফলভাবে প্রদর্শিত হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি দর্শকদের মাঝে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। তানিম নূর পরিচালিত এই ছবির সুনাম ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রবাসী বাংলা ভাষাভাষীদের মধ্যেও। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু দর্শক সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটছে।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (অর্থাৎ ৭ আগস্ট) থেকে দর্শকরা দেশ-বিদেশ যেকোনো জায়গা থেকে চরকিতে ‘উৎসব’দেখতে পারবেন। তবে এখানেই চমকের শেষ নয়। একই সময় সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে চরকিতে। অর্থাৎ ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে চরকিতে থাকছে দুটি বড় চমক—‘উৎসব’ও ‘তাণ্ডব’।
‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ স্লোগানের ‘উৎসব’ সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। এবার নির্মাতার প্রত্যাশা, চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রতিটি ঘরেই উৎসব শুরু হবে। ‘উৎসব’ সিনেমার নির্মাতা তানিম নূর বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোটবেলায়। “উৎসব” সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কি না, সেটা দর্শকেরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’
‘উৎসব’ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।
২৭ জুলাই চরকিতে মুক্তির ঘোষণা আসে ‘তান্ডব’ সিনেমার। ঘোষণার পর থেকেই দর্শকেরা সিনেমাটি দেখার অপেক্ষা করছেন।