অর্চিতা স্পর্শিয়া ফিরেছেন একদম নতুন রূপে, আর মজার ব্যাপার হলো তার চরিত্রের নামও স্পর্শ।

নতুন নায়িকা কে হবেন তা নিয়ে শুরু থেকেই দর্শকদের কৌতূহল ছিল তীব্র। নির্মাতা এক মাস আগে জানালেও যে স্পর্শিয়া সিরিজে যুক্ত হচ্ছেন, চরিত্রের নামটা ইচ্ছে করেই গোপন রাখা হয়েছিল। শুটিংয়ের কিছু ছবি ফাঁস হলেও মুখটা দেখা যায়নি, ফলে জল্পনা আরও বেড়েছে।

অবশেষে ১১ ডিসেম্বর সিরিজের সপ্তম পর্বে রহস্য উন্মোচন হলো। আলোচিত সেই চরিত্র উপরে নতুন করে উঠে আসা ভাড়াটিয়া স্পর্শ, অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া নিজেই। তার এই হঠাৎ আবির্ভাব গল্পে যেমন নতুন মোড় এনেছে, তেমনি দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা।

স্পর্শিয়ার জায়গা কিন্তু আগেই তৈরি ছিল। চরিত্র বেছে নেওয়ার তার সচেতনতা আর অভিনয়ের গভীরতা মিলেই এই প্রত্যাবর্তনকে দর্শকদের কাছে আরও বিশেষ করে তুলেছে।