ঢাকাই চলচ্চিত্রের শেষ দৃশ্যে প্রায়শই দেখা যায় নায়কের কাছে মার খেয়ে খলনায়ক হয় মারা যায়, না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা গেল সেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্যের এক অন্য রকম বাস্তবায়ন। সেখানে চার নায়ক মিলে যেন কুপোকাত করলেন এক জনপ্রিয় খলনায়ককে।

ঘটনাটি হলো: চিত্রনায়ক জায়েদ খান অনেক দিন ধরে নিউ ইয়র্কে রয়েছেন। সম্প্রতি তার সঙ্গে যোগ দেন চিত্রনায়ক আলেকজান্ডার বো, আমিন খান এবং মামনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগেভাগেই মার্কিন বাসিন্দা। যেহেতু সকলেই একই শহরে ছিলেন, তাই চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলন মেলার আয়োজন করা হয়।

নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে এই পাঁচ অভিনেতা গল্প ও আড্ডায় মেতে ওঠেন।

বুধবার দুপুরে বিষয়টি নিয়ে জায়েদ খান জানান, “আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা রকম গল্পের মেতে উঠি। খুবই চমৎকার একটি সময় কাটলো দেশের বাইরে।”

তিনি আরও বলেন, “আমাদের গল্পের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আমিন খান ভাইয়ের সঙ্গে কোন কোন সিনেমায় আহমেদ শরীফ ভাই ভিলেন ছিলেন। চলচ্চিত্রের রঙিন দিনের সব গল্পে খুবই সুন্দর সময় কেটেছে।”

শেষে জায়েদ খানের উদ্যোগে একটি মজার ফটোশুট করা হয়। তিনি বলেন, “শেষে আমার উদ্যোগে একটা ফটোশুট করলাম, যেখানে নায়কেরা ভিলেনকে মারে। শরীফ ভাই রাজি হলেন তাই এই ছবিটা তুললাম।”