ওপার বাংলার জনপ্রিয় তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত, এই জুটিকে ঘিরে আলোচনা যেন থামছেই না। কখনো প্রেমের গল্প, কখনো সংসারের খুঁটিনাটি, আবার কখনো বিচ্ছেদের গুঞ্জন  সব মিলিয়ে তারা প্রায়ই থাকেন শিরোনামে। তবে সম্প্রতি তাদের সম্পর্কের দূরত্ব নিয়ে তৈরি হওয়া জল্পনায় এবার নিজেই যেন ইতিবাচক ইঙ্গিত দিলেন নুসরাত।

গত ১০ অক্টোবর ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। দিনটি উপলক্ষে ইনস্টাগ্রামে এক আবেগময় ভিডিও পোস্ট করেন নুসরাত, যেখানে ধরা ছিল তাদের একসঙ্গে কাটানো কিছু স্মৃতি। ক্যাপশনে তিনি লেখেন,
“বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে এখন নিজেদের সঙ্গেই লড়ছি, তবু টিকে আছি! হাসাহাসি থেকে ঝগড়া,সবেতেই আমরা পারদর্শী। আমার প্রিয় মাথাব্যথার কারণকে জন্মদিনের শুভেচ্ছা; জীবনটা হোক সুখ, শান্তি আর সাফল্যে ভরা।”

নুসরাতের এই পোস্টে যশের প্রতিক্রিয়াও আসে দ্রুত। তিনি মন্তব্য করেন,
“ঝুটঝামেলা আমাদের মানায়! তুমি ছাড়া আর কেউই আমাকে ‘মাথাব্যথা’ বলে এত মিষ্টি শোনাতে পারবে না। এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চল, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”

এই মজার কথোপকথন মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ মন্তব্য করেন, “দূরত্ব শেষ, ভালোবাসা ফিরেছে আগের মতো।” আবার কেউ লেখেন, “তাদের ঝুটঝামেলাতেই লুকিয়ে আছে ভালোবাসার রসায়ন।”

তবে কিছুদিন আগেও চিত্র ছিল একেবারেই উল্টো। একে অপরকে আনফলো করা, আলাদা ছুটি কাটানো  এসবই ইঙ্গিত দিচ্ছিল সম্পর্কের টানাপোড়েনের। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে, আর যশ ছেলেকে নিয়ে যান সমুদ্র তীরে। এমনকি শোনা যাচ্ছিল, এই দূরত্বের পেছনে তৃতীয় কারও উপস্থিতি রয়েছে।

তবুও যশের জন্মদিনে নুসরাতের শুভেচ্ছা আর যশের প্রতিক্রিয়া যেন ভক্তদের মনে নতুন আশার আলো জ্বেলে দিয়েছে। তাদের ভাষায়,
“ঝুটঝামেলা যতই থাকুক, ভালোবাসা এখনও টিকে আছে।”