ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন বড়দিনের ছুটি এবং বছরের শেষ সময়টা কাটাচ্ছেন কানাডার টরন্টো ও ওটায়ায়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গ্ল্যামারাস কিছু ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, খুব সুন্দরভাবেই তাঁর এ বছরের সমাপ্তি ঘটছে। অফ-শোল্ডার কালো গাউন আর খোলা চুলের মোহনীয় সাজে নুসরাতকে দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ, অনেকে তো তাঁর সৌন্দর্যের তুলনা করেছেন বিশ্ববিখ্যাত রানি ক্লিওপেট্রার সঙ্গে।

এই কানাডা সফরে নুসরাত ফারিয়ার সঙ্গী হিসেবে দেখা গেছে অভিনেতা জায়েদ খানকেও। ওটায়ায় তোলা একটি ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট আর ব্যান্ডানা পরা অবস্থায় হাতে একটি ফুলের তোড়া নিয়ে দেখা গেছে, যেখানে পাশেই হাস্যোজ্বল মুখে দাঁড়িয়ে ছিলেন ফারিয়া। তাঁদের এই একসঙ্গে ঘোরাঘুরি এবং বিদেশের মাটিতে বছর উদযাপনের ছবিগুলো এখন সামাজিক মাধ্যমে বেশ চর্চায় রয়েছে।

তবে এই সফর শুধু ঘোরার মধ্যে সীমাবদ্ধ নেই; জানা গেছে, আগামীকাল ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই দুই তারকা। বিদেশের মাটিতে দেশি তারকাদের এমন উৎসবমুখর উপস্থিতি এবং গ্ল্যামারাস লুক ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে।