নতুন বছর শুরুর আগেই বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ২০২৫ শেষ হওয়ার আগে তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে ভস্ম আরতিতে অংশ নেন এবং ভক্তিভরে পূজা দেন। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
মুসলিম হয়েও হিন্দু মন্দিরে গিয়ে পূজা দেওয়া এবং হিন্দু রীতিনীতি অনুসরণ করায় নুসরাতের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছেন ভারতের একাংশ ইসলামী বক্তা। অল ইন্ডিয়া জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী প্রকাশ্যে আপত্তি জানিয়ে বলেন, এটি শরিয়তির নিয়মের স্পষ্ট লঙ্ঘন।
তার বক্তব্য অনুযায়ী, মুসলিম নারীদের মন্দিরে গিয়ে পূজা দেওয়া, জল অর্পণ করা বা হিন্দু ধর্মীয় আচরণ অনুসরণ করা ইসলামসম্মত নয়। তিনি দাবি করেন, নুসরাত এই কাজের মাধ্যমে ইসলামের নিয়ম ভেঙেছেন এবং বিষয়টি গুরুতর অপরাধের শামিল। মাওলানা আরও বলেন, শরিয়ত অনুযায়ী নুসরাত অপরাধী এবং তাঁর ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি ইস্তেগফার করা ও কলমা পাঠ করার কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, এটি প্রথমবার নয়। এর আগেও নুসরাত ভারুচা মহাকাল মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিবের মাথায় জল ঢাললে তাঁর মনে শান্তি আসে এবং প্রতি বছরই সেখানে যেতে ইচ্ছে করে।
তবে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নুসরাত ভারুচা কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রসঙ্গত, নুসরাত ভারুচা ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘ড্রিম গার্ল’, ‘ছোড়ি’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় এবং নিয়মিত নিজের জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।