বিদেশি সিনেমা ও ওয়েব সিরিজ দেখা বা প্রচারের জন্য উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। দেশটির একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা জনগণের ওপর নিপীড়ন আরও বাড়িয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন থেকে ভয়াবহ তথ্য
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার টুর্ক সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার নাগরিকদের ওপর নিপীড়ন আরও বাড়তে থাকলে তাদের পরিণতি আরও খারাপ হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৩০০ জনেরও বেশি মানুষের বিবৃতির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পালিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, ২০২০ সাল থেকে বিদেশি কন্টেন্ট বিতরণের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার হার অনেক বেড়ে গেছে। এসব মৃত্যুদণ্ড জনসমক্ষে গুলি করে কার্যকর করা হয়, যাতে জনগণের মধ্যে ভয় সৃষ্টি হয়।
কিম জং উনের নতুন আইন
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ২০১৫ সাল থেকে অন্তত ছয়টি নতুন আইন চালু করা হয়েছে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখা বা শেয়ার করা। কিম জং উনের লক্ষ্য হলো, জনগণের তথ্যপ্রাপ্তির পথকে কঠোরভাবে সীমিত করা।