বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৩৫তম অ্যানভায়ারমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (ইমা) অ্যাওয়ার্ডে জায়গা করে নিয়েছে। ছবিটি বিশ্বের সেরা ৩টি স্টুডেন্ট ফিল্মের মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। ছবিতে একজন চা শ্রমিকের কন্যা নিশির জীবনসংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। পানি সংকটের কারণে নিশির পড়ালেখা বন্ধ হয়ে যায়। এই সুযোগে কাঠ ব্যবসায়ী লালচাঁন নিশির বাড়িতে টিউবওয়েল দেওয়ার নাম করে তাকে বিয়ে করতে চায়।

ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ড কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লড ফিল্ম স্কুলে, যা বাংলাদেশের কোনো চলচ্চিত্রের জন্য প্রথমবার। ছবির শুটিং হয়েছে সিলেটের চা বাগানে, এবং এতে অভিনয় করেছেন স্থানীয় চা শ্রমিকরা।

লস অ্যাঞ্জেলেসে রেডফোর্ড স্টুডিও সেন্টারে ১১ অক্টোবর অনুষ্ঠিত প্রদর্শনীর মাধ্যমে ‘নিশি’ আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা হবে। পরিচালক গোলাম রাব্বানী জানিয়েছেন, ছবিটি বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এর আগে তার পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ ছবিগুলোও ভেনিস, বুদাপেস্ট ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা অর্জন করেছিল। ‘নিশি’ বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের নতুন দিগন্ত উন্মোচন করেছে।